আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই আছেন।সবাই রুজা রেখেছেন তো আজ ?
আমি আপনাদের একটি মজার টিপস দেখাব। কি দেখাব! তা আশা করি বুঝতে পেরেছেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ১ গিগা বাইটের একটা মেমোরিকে ২ গিগাবাইট করবেন। খুবই মজা ও ভাল হবে তাই না?
কিভাবে কি করবেন?
- প্রথমে একটি ১ গিগা বাইটের একটি মেমোরি কার্ড নিন।
- এবার আপনার মেমোরি কার্ডে থাকা ডাটা গুলো ব্যাকআপ করে নিন।
- এবার Skimedi Fix 2GB Capacity সফটওয়্যারটি চালূ করুন।
সফটওয়্যারটির ডাউনলুড লিঙ্ক > ডাউনলোড লিংক - তাহলে নিচের মতো একটি উইন্ডো আসবে।
- এবার আপনার পিসিতে মেমোরি কার্ড লাগান।
- এবার ড্রাপ ডাউন লিষ্ট থেকে আপনার মেমোরি কার্ডের ড্রাইভটি দেখিয়ে দিন।
- ড্রাইভ সিলেক্ট করার পর FIX বাটনে ক্লিক করুন।
- তাহলে প্রসেসিং শুরু হয়ে যাবে।
- এবার আপনাকে জিজ্ঞাস করবে যে, আপনি ফরম্যাট করবেন কি না!
- আপনি yes বাটনে ক্লিক করুন, তাহলে ফরম্যাট শুরু হবে।
- ফরম্যাট করার পর এটি আপনাকে বলবে যে আপনার মেমোরি কার্ডের ড্রাইভটি খুলে আবার লাগাতে।
- আপনি আপনার কার্ড রিডার টি খুলে আবার কম্পিউটারে লাগান।
- তাহলেই আপনার মেমোরি কার্ডের সাইজ ১ গিগা বাই্ট থেকে ২ গিগা বাইটে বৃদ্ধি পাবে।
- এবার আপনি আপনার কার্ডের প্রোপার্টিজ দেখুন। এক্ষ্রত্রে ফরম্যাট করার আগে ও পরে দেখবেন।
- এবার আপনি আপনার মেমোরিটি আপনার ব্যবহৃত ফোন লাগিয়ে চেক করে দেখুন।
- এবার আপনি আপনার থেকে উইন্ডোজে ডিফল্ট অপশন ব্যবহার করে মেমোরিটি একবার ফরম্যাট করুন।
ভাল লাগলে জানাবেন কিন্ত..................।। ভাল থাকবেন ...............।
0 comments :
Post a Comment