1GB মেমোরিকে 2GB করে নিন, একদম সহজ



আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই আছেন।সবাই রুজা রেখেছেন তো আজ ?
আমি আপনাদের একটি মজার টিপস দেখাব। কি দেখাব! তা আশা করি বুঝতে পেরেছেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি আপনার ১ গিগা বাইটের একটা মেমোরিকে ২ গিগাবাইট করবেন। খুবই মজা ও ভাল হবে তাই না?


কিভাবে কি করবেন?

  • প্রথমে একটি ১ গিগা বাইটের একটি মেমোরি কার্ড নিন।
  • এবার আপনার মেমোরি কার্ডে থাকা ডাটা গুলো ব্যাকআপ করে নিন।
  • এবার Skimedi Fix 2GB Capacity সফটওয়্যারটি চালূ করুন।
    সফটওয়্যারটির ডাউনলুড লিঙ্ক > ডাউনলোড লিংক
  • তাহলে নিচের মতো একটি উইন্ডো আসবে।
  • এবার আপনার পিসিতে মেমোরি কার্ড লাগান।
  • এবার ড্রাপ ডাউন লিষ্ট থেকে আপনার মেমোরি কার্ডের ড্রাইভটি দেখিয়ে দিন।
new+1 আপনার ১ গিগা বাইটের মেমোরিকে ২ গিগা বাই্ট করে নিন
  • ড্রাইভ সিলেক্ট করার পর FIX বাটনে ক্লিক করুন।
  • তাহলে প্রসেসিং শুরু হয়ে যাবে।
  • এবার আপনাকে জিজ্ঞাস করবে যে, আপনি ফরম্যাট করবেন কি না!
  • আপনি yes বাটনে ক্লিক করুন, তাহলে ফরম্যাট শুরু হবে।
  • ফরম্যাট করার পর এটি আপনাকে বলবে যে আপনার মেমোরি কার্ডের ড্রাইভটি খুলে আবার লাগাতে।
  • আপনি আপনার কার্ড রিডার টি খুলে আবার কম্পিউটারে লাগান।
  • তাহলেই আপনার মেমোরি কার্ডের সাইজ ১ গিগা বাই্ট থেকে ২ গিগা বাইটে বৃদ্ধি পাবে।
  • এবার আপনি আপনার কার্ডের প্রোপার্টিজ দেখুন। এক্ষ্রত্রে ফরম্যাট করার আগে ও পরে দেখবেন।
  • এবার আপনি আপনার মেমোরিটি আপনার ব্যবহৃত ফোন লাগিয়ে চেক করে দেখুন।
  • এবার আপনি আপনার থেকে উইন্ডোজে ডিফল্ট অপশন ব্যবহার করে মেমোরিটি একবার ফরম্যাট করুন।
images আপনার ১ গিগা বাইটের মেমোরিকে ২ গিগা বাই্ট করে নিন
এবার আপনি যদি আপনার মোমোরিটিSkimedi Fix 2GB Capacityসফটওয়্যারটি দিয়ে দেখেন দেখবেন ১৯১২ মেগা বাইট।

ভাল লাগলে জানাবেন কিন্ত..................।। ভাল থাকবেন ...............। 
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :