খুব সহজেই নস্ট Rice cooker ঠিকঠাক করুন তাও আবার নিজে নিজেই, মাত্র ২৫ টাকায়



বন্ধুরা আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন?
আচ্ছা  বন্ধুরা আজকে আমি আপনাদের জন্যে খুবি সিম্পল জিনিস নিয়ে হাজির হলাম। আপনাদের অনেকের  Rice cooker  নস্ট হয়ে আছে , মূলত তাদের জন্যেই আমার এই টিউন,
যাদের  Rice cooker/রাইস কুকার নস্ট হয়ে আছে তারা আর নতুন Rice cooker/রাইস কুকার না কিনে একটু চেস্টা করলেই নস্ট রাইস কুকারকে ঠিক করতে পারেন।

তাহলে বন্ধুরা শুরু করা যাক,

যা যা লাগবে…

  • ১. তাতাল
  • ২. রাং
  • ৩. রজন
  • ৪.  কসটেপ
  • ৫. rice cooker fuse
Rice cooker fuse এর দাম ২৫ টাকা নিবে । বাজারের যে কোন ইলেক্ট্রিক এর দোকানে পাবেন।
নিচে চিত্র দেওয়া হলো

১. তাতাল


২. রাং


৩. রজন


৫. rice cooker fuse


প্রথমে নিচের মত করে  খুলে নিই

হাত দিয়ে ধরে আস্তে করে টান দিলেই তার বের হয়ে  আসবে,
নিচের ছবির মত

এবার ১ নাম্বার চির্নিত জায়গার ছেড়া তারে ফিঊজ টা তাতাল দিয়ে লাগাইয়ে দেয়।
মোট কথা যেখানে ফিউজটা লাগানো ছিল সেই জায়গায় লাগালেই হবে ইনশিয়াল্লাহ।
বিঃদ্রঃ এই হলো রাইস কুকারের সাধারন প্রব্লেম ,যা আমরা /আপনি নিজে নিজেই ঠিক ঠাক করতে পারবেন কিন্তু যদি কয়েল এর প্রবলেম হয় তবে নিজেও পারবেন কিন্তু মেকার গুলো সব না খেয়ে মরবে তাই বড় প্রবলেম হলে নিজে রিক্স না নিয়ে মেকার দিয়ে ঠিক করে নিন।
আমার জন্য দোয়া আর ভাল বাসা চাই।
আমরা কয়েক বন্ধুরা মিলে ডাক্তারি একটা পেজ খুলেছি
আপনার কোন প্রশ্ন থাকলে করতে পারেন আমাদের জানা থাকলে উত্ত্র দেব ইনশি আল্লাহ।
https://www.facebook.com/pages/%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-24-hours/257180411116303
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :