আপনার কম্পিউটারের হার্ডডিস্ককে এখন র‍্যাম হিসেবে ব্যাবহার করুন।

শুরুতে আমার সালাম।কেমন আছেন সবাই?  আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।আজ আমরা শিখব কিভাবে আপনি আপনার হার্ডডিস্কের ফাঁকা জায়গাটিকে আপনার পিসির র‍্যাম হিসেবে ব্যবহার করবেন।র‍্যাম কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ। র‍্যাম ছাড়া কোন কম্পিউটার চালুও করতে পারবেন না।কম্পিউটারের র‍্যাম যতবেশি হয়,কম্পিউটারের স্পীডও ততবেশি বিদ্দি পায় তাই আপনার হার্ডডিস্কে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেই ফাঁকা জায়গাকেই আপনি র‍্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন এখন আর কথা বাড়িয়ে আপনাদের বিরক্ত করতে চাই না।এবারে আসুন শুরু করিঃ-

হার্ডডিস্ককে র‍্যাম হিসেবে তৈরি করুন উইন্ডোজ এক্সপিতে।

  • প্রথমে আপনার ডেস্কটপ থেকে “MY COMPUTER” এর উপর রাইট বাটন ক্লিক করে “PROPERTIES” এ ক্লিক করুন।  এবার “ADVANCED” এ ক্লিক করে “PERFORMANCE’’ অংশের “SETTINGS” এর ক্লিক করুন।
  •  এবার “ADVANCED” এ ক্লিক করে “PERFORMANCE’’ অংশের “SETTINGS” এর ক্লিক করুন।

  • এবার “ADVANCED” এ ক্লিক করে ‘’VIRTUAL MEMORY’’ অংশের “CHANGE” বাটনে ক্লিক করুন।

  • এখন যে ড্রাইভটির ফ্রি স্পেস ব্যবহার করতে চান র‍্যাম হিসেবে, সেই ড্রাইভ সিলেক্ট করুন।
  • এবার “CUSTOM SIZE” সিলেক্ট করে “INITIAL” ও “MAXIMUM SIZE” দিন আপনারইচ্ছা মতো।

  • এবার “SET” বাটনে ক্লিক করে “OK” বাটনে ক্লিক করুন।
বিঃদ্রঃ আপনি সর্বচ্চ ৪ জিবি র‍্যাম হার্ডডিস্ক থেকে তৈরি করতে পারবেন এবং যেই ড্রাইভকে র‍্যাম হিসেবে সিলেক্ট করবেন সেই ড্রাইভে কোন প্রকার ডাটা বা ফাইল রাখা যাবে না।


হার্ডডিস্ককে র‍্যাম হিসেবে তৈরি করুন উইন্ডোজ সেভেন ও ভিসতাতে।

  •  প্রথমে আপনার  ডেস্কটপ থেকে “MY COMPUTER” এর উপর রাইট বাটন ক্লিক করে “PROPERTIES” এ ক্লিক করুন।
  •   এবার “ADVANCE SYSTEM SETTINGS” এ ক্লিক করুন।
  •   এবার “ADVANCE” ট্যাব থেকে “PERFORMANCE’’ অংশের “SETTINGS” বাটনে ক্লিক করুন।
  •   এবার “ADVANCE” ট্যাবে ক্লিক করে ‘’VIRTUAL MEMORY’’ অংশের “SETTINGS” বাটনে ক্লিক করুন।
  •   এখন যে ড্রাইভটির ফ্রি স্পেস ব্যবহার করতে চান র‍্যাম হিসেবে, সেই ড্রাইভ সিলেক্ট করুন।
  •   এবার “CUSTOM SIZE” সিলেক্ট করে “INITIAL” ও “MAXIMUM SIZE” দিন আপনার ইচ্ছা মতো।
  •   এবার “SET” বাটনে ক্লিক করে “OK” বাটনে ক্লিক করুন।
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :