মাত্র 2200 টাকায় তৈরি করুন আপনার IPS, আপনি নিজেই !!!!! বর্তমানে বিদ্যুতের যা অবস্থা তাতে IPS এর বিকল্প নাই


মাত্র 2200 টাকায় তৈরি করুন আপনার IPS আপনি নিজেই । বর্তমানে বিদ্যুতের যা অবস্থা তাতে IPS এর বিকল্প নাই । প্রথমে বলে রাখি যাদের ইলেক্ট্রনিক্সের উপর টুকটাক কাজ করার অভিজ্ঞতা আছে তাদের জন্য এই টিউন । আর যাদের ইলেক্ট্রনিক্স নিয়ে জানার প্রবল আগ্রহ আছে তারাও দেখতে পারেন । আর এর বাইরের যে কেউ পড়তে পারেন তবে বুঝতে না পারলে কতৃপক্ষ দায়ী নয় ।

ইলেক্ট্রনিক্স কাজের জন্য যা প্রয়োজন

  • ১। সোল্ডারিং আয়রন
  • ২। লীড
  • ৩। রজন
  • ৪। স্ক্রু ড্রাইভার, প্লেয়ার্স (প্লাস)
  • ৫। ড্রিল মেশিন

IPS তৈরিতে যা লাগবে

  • ১। একটি IPS বক্স
  • ২। দুইটি On Off সুইচ
  • ৩। দুইটি ফিউজ ও ফিউজ হোল্ডার
  • ৪। 3 pin চকেট
  • ৫। কমপিউটার CPU এর একটি পাওয়ার তার ( 3 pin প্লাগের জন্য )
  • ৬। প্রয়োজনীয় স্ক্রু ও প্রয়োজনীয় সংযোগ তার
  • ৭। একটি ট্রান্সফরমার (12-0-12V to 240V)
  • ৮। একটি Relay সুইচ
  • ৯। একটি Blank সার্কিট বোর্ড ( ব্যারো বোর্ড )
  • ১০। দুইটি Hit sink
  • ১১। অনেক গুলো খুটি (সার্কিট বোর্ড বসানোর জন্য)

সার্কিট তৈরি করতে যা লাগবে

  • ১। 4 টি FET ( IRFZ 44 )
  • ২। 2 টি IC ( CD4047 & 7809 )
  • ৩। 7 টি রোধ ( 4 টি 220 ওহম, 2 টি 2.2 k ওহম, 1 টি 10 k ওহম )
  • ৪। 1 টি ভেরিএবেল রোধ ( 100 k ওহম or 104)
  • ৫। 1 টি ক্যাপাসেটর ( 100nf or 104)
  • ৬। 2 টি ডায়োড ( 2A )




পর্যায় ক্রমিক ভাবে ফটো দেখুন । আমার তৈরি করা IPS ।
http://www.mediafire.com/download.php?2909dylvgw1xz10
Circuit Diagram Clear দেখা না গেলে উপরের লিংক থেকে ডাউনলোড করুন

কার্যপদ্ধতি :

  • প্রথমে IPS বক্স-এ দুইটি On Off সুইচ, ফিউজ হোল্ডার, 3 pin চকেট, কমপিউটার CPU এর পাওয়ার তার ইত্যাদি লাগাই ।
  • ***(পাওয়ার তার এর যে অংশ CPU তে লাগাই সে অংশ কেটে ফেলে দিন)
  • তারপর IPS বক্স এর মধ্যে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে ট্রান্সফরমার, Relay সুইচ, সার্কিট বোর্ড ( ব্যারো বোর্ড ) ইত্যাদি লাগানোর ব্যবস্থা করি ।
  • তারপর উপরের Circuit Diagram টি দেখে Blank সার্কিট বোর্ডে IC, রোধ, ক্যাপাসেটর, FET & ডায়োড ইত্যাদি ক্ষুদ্র যন্ত্রাংশ গুলো সোল্ডারিং করে সংযোগ স্থাপন করি ।
IPS সম্পর্কিত কিছু গুরুত্বপুর্ন তথ্য এবং সার্কিটের পুরো ব্যাখ্যা জেনে নিন

মুলতত্ত্ব :

IPS এর মুল ভিত্তি হল ট্রান্সফরমার । ট্রান্সফরমারকে কেন্দ্র করে সবগুলো সার্কিট তৈরি হয় । ট্রান্সফরমারের কাজই হচ্ছে নিম্ন ভোল্টকে উচ্চ ভোল্টে বা উচ্চ ভোল্টকে নিম্ন ভোল্টে রুপান্তর করা । উদাহরন স্বরুপ বলতে পারি একটি উচ্চধাপী (12v to 240v) ট্রান্সফরমারে প্রাথমিক স্টেপে 12 ভোল্ট in করালে 240 ভোল্ট output হবে । তবে শর্ত থাকে যে 12 ভোল্ট A.C (ভোল্টেজ) হতে হবে । কারন ট্রান্সফরমার কখনো DC ভোল্টেজে কাজ করে না । আমরা ব্যাটারী থেকে যে ভোল্টেজ পাই তা হচ্ছে DC ভোল্টেজ । ট্রান্সফরমার যদি DC ভোল্টেজে কাজ করতো তবে ব্যাটারীর 12 ভোল্ট DC কে ট্রান্সফরমারের প্রাথমিক স্টেপে in করালে 240 ভোল্ট output পাওয়া যেত । কিন্তু ট্রান্সফরমার DC ভোল্টেজ সাপোর্ট করে না । তাই ব্যাটারীর DC ভোল্ট কে AC ভোল্টে রপান্তর করে ট্রান্সফরমারের প্রাথমিক স্টেপে in করানো হয় এবং এর ফলে 240 ভোল্ট output পাওয়া যায় । যে সার্কিট দিয়ে ব্যাটারীর 12 ভোল্ট DC কে 12 ভোল্ট AC বা 24 ভোল্ট AC তে রপান্তর করা হয় তাই হচ্ছে IPS সার্কিট ।

এখন আসা যাক সার্কিট ব্যাখ্যায় :

Driver Section

এই অংশটির কাজ হচ্ছে একটি AC সিগন্যাল তৈরি করা ।
এতে CD4047 একটি মাল্টিভাইব্রেটর IC আছে । যার 1,2,3 নাম্বার পা গুলো ব্যবহৃত হয় কম্পাংক নির্ধারণ করার জন্য । ভেরিএবেল রোধের মান 30 K ওহমের জন্য প্রায় 50 Hz কম্পাংক পাওয়া যায় । যা খুবই প্রয়োজনীয় । 4,5,6,14 নাম্বার পা গুলো হল ভোল্টেজ (+)। 7,8 ,9,12 নাম্বার পা গুলো হল ভোল্টেজ (-) । 10, 11 নাম্বার পা গুলো থেকে AC সিগন্যাল Output হয় । IC টিতে 12 ভোল্ট DC in করালেও কাজ করে তবে তাতে IC টি যে কোন মুহুত্বে নষ্ট হয়ে যেতে পারে, তাই IC টিতে 12 ভোল্ট এর পরিবর্তে 9 ভোল্ট DC in করানো হয়, যাতে IC টি নষ্ট হওয়ার সম্ভাবনা না থাকে । 12 ভোল্ট ব্যাটারী থেকে 9 ভোল্ট DC পাওয়ার জন্য 7809 মডেলের একটি রেগুলেটর IC ব্যবহার করা হয় ।
***ব্যাটারীর + প্রান্তটি Relay ও IPS on off সুইচ এর ভিতর দিয়েই Driver Section - এ আসে ।

Power Section

এর কাজ হচ্ছে Driver Section থেকে আসা AC সিগন্যাল কে বিবর্তিত ( Amplify ) করা ।
এখানে রয়েছে 4টি FET, 2 টি Hit sink । প্রতিটি Hit sink-এ 2টি করে মোট 4টি FET লাগানো হয় । 2টি Hit sink এর জন্য System এর মধ্যে 2টি অংশ তৈরি হয় । FET এর তিনটি পা আছে এগুলো হল Gate, Source ও Drain .
System এর ১ম অংশে FET এর Gate গুলো দিয়ে রোধের মাধ্যমে AC সিগন্যালের একপ্রান্ত input করানো হয় । System এর অপর অংশে FET এর Gate গুলো দিয়ে রোধের মাধ্যমে AC সিগন্যালের অন্যপ্রান্ত input করানো হয় । FET এর Source প্রান্ত গুলোর সাথে ব্যাটারীর ঋণাত্বক (-) প্রান্ত যুক্ত করা । Hit Sink এর সাথে FET এর Drain যুক্ত থাকায়, Hit Sink থেকেই FET এর Drain পাতের সংযোগ নেওয়া হয় । Hit Sink দুটির সাথে ট্রান্সফরমারের দুটি প্রান্ত যুক্ত করা হয় ।
**** IPS এর ওয়াট বৃদ্ধি করার জন্য জোড়ায় জোড়ায় Hit Sink এর সাথে FET বৃদ্ধি করতে হবে, তবে শর্ত থাকে যে ট্রান্সফরমারের মান বাড়াতে হবে ।

Transform Section

এর কাজ সল্প মানের AC ভোল্টকে উচ্চ AC ভোল্টে রুপান্তর করা ।
এটি একটি ট্রান্সফরমার যার প্রাইমারী স্টেপ এর প্রান্তীয় পাতে 24 ভোল্ট AC input করানো হয় । এর ফলে সেকেন্ডারী স্টেপে 220 – 260 ভোল্ট AC output পাওয়া যায় ।

Auto On Off Section

এর কাজ হচ্ছে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে IPS কে চালু করা । আবার বিদ্যুৎ আসার সাথে সাথে IPS বন্ধ করা এবং চার্জিং সিস্টেম চালু করা ।
একটি Relay সুইচ এর মাধ্যমে এটি তৈরি করা হয় । বৈদ্যুতিক নিরাপত্তার জন্য input & output – এ ফিউজ ব্যবহার করা হয় ।

সতর্কতা :

  • ১। ব্যাটারীর ধনাত্বক ও ঋণাত্বক প্রান্ত সঠিক ভাবে সংযোগ করুন ।
  • ২। 3 pin প্লাগ বা চকেটের মধ্যে L ও N সঠিক ভাবে সংযোগ করুন । L হচ্ছে hot প্রান্ত, N হচ্ছে cool প্রান্ত ।
  • ৩। ব্যাটারীর তার গুলো যথাসম্ভব মোটা ব্যবহার করুন ।
  • ৪। IPS অন অবস্থায় ট্রান্সফরমারের Output লাইনে 220 - 260 V কারেন্ট থাকে । তাই ইলেকট্রিক শকের বিষয়ে সাবধান থাকবেন ।

পরামর্শ :

  • ১। সার্কিটে কোন ইন্ডিকেটর লাইট দেখানো হয়নি । তাই বুদ্ধি করে IPS on, Charge On ইত্যাদি ইন্ডিকেটর লাইট লাগিয়ে নিবেন ।
  • ২। Auto full Charge এর কোন সিস্টেম দেওয়া হয়নি । Auto full Charge এর জন্য ইলেক্ট্রনিক্স দোকানে 60 টাকা দামের একটি সার্কিট পাওয়া যায় । যা আপনি সিস্টেমে সংযোগ করতে পারেন ।
  • ৩। IPS এর Watt বৃদ্ধি করতে চাইলে FET এর পরিমার & ট্রান্সফরমারের মান বাড়াতে হবে।
  • ৪। যাদের বিদ্যুৎ লাইনের ভোল্টেজ কম থাকে তাদের ব্যাটারী চার্জ করতে একটু সমস্যা হতে পারে । এক্ষেত্রে আলাদা ট্রান্সফরমার দিয়ে চার্জ করা উত্তম । ( সাদা কালো টিভির 18 ভোল্ট এর ট্রান্সফরমার দিয়ে চার্জ করতে পারেন )
  • ৫। ব্যাটারী 50A থেকে 120A ব্যবহার করতে পারেন । অন্য ভাবে বলা যায় 11 প্লেট থেকে 21 প্লেট ব্যাটারী ব্যবহার করতে পারেন ।
এইতো হয়ে গেল আপনার IPS । (Just Enjoy)
Share on Google Plus

About joy bangla

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments :